Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ১৩:২৪
আপডেট : ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফরিদপুরে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন জাতীয়করণ প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষক-শিক্ষিকারা।

আজ বেলা ১২টার শহরের জেলা প্রাথমিক শিক্ষাা অফিসের সামনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ’ রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  অংশ নেয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর জেলার প্যানেলভুক্ত শিক্ষক শুকুমার দাস, আঞ্জু আকতার, সুব্রত সাহা প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন জাতীয়করণ প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে’র নিকট তাদের দাবি তুলে ধরেন।

বিডি-প্রতিদিন/৯ জুন ২০১৬/শরীফ

 
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow