Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ১৬:৫৭
আপডেট :
দীর্ঘ ছুটিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দীর্ঘ ছুটিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়

৪০দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১২ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
প্রশাসনিক কার্যক্রম ১১জুন থেকে ২১ জুন এবং ৩ জুলাই থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে। তবে ১০ জুন শুক্রবার থাকায় মূলত ক্যাম্পাস বন্ধ হচ্ছে ১০ জুন থেকেই। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এদিকে ক্যাম্পাস বন্ধের পর ১২ জুন থেকে আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বন্ধের সময় কেউ হলে থাকলে তাকে হল প্রভোস্টের অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করতে হবে বলে জানিয়েছেন হল প্রভোস্টরা।

বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow