Bangladesh Pratidin

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ১৭:৫৩
আপডেট : ১০ জুন, ২০১৬ ১১:০৬
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ফরিদপুরের আলফাডাংগা উপজেলার আলফাডাংগা-কাশিয়ানী সড়কে মোটরসাইকেল চাপায় রহমত খান নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে। নিহত রহমত খান আলফাডাংগা উপজেলার টিটা গ্রামের মোঃ দাউদ আলী খানের ছেলে। সে আলফডাংগা সরকারী কলেজের স্মাতক ১ম বর্ষের ছাত্র।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানাগেছে, সকালে রহমত আলী খান বাই সাইকেল চালিয়ে কৃষকদের জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত রহমতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হলে রহমতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মামা সলেমান মুন্সী আলফাডাংগা থানায় অভিযোগ দায়ের করেছেন।

আলফাডাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল করিম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow