Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ২০:০৩
আপডেট :
পিরোজপুরে পানিতে ডুবে ২ জনের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও সদরে পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের তুলাতলা এলাকায় বলেশ্বর নদীতে ডুবে সুমন মিয়া (১৫) নামে এক কিশোর বৃহস্পতিবার সকালে মারা যায়। এছাড়া পিরোজপুর শহরের মধ্যরাস্তা পুকুরে পানিতে পরে বুধবার রাতে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।  

সুমন উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের জেলে শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, নিহত সুমন মিয়া পেশায় জেলে। বৃহস্পতিবার সকালে নদী থেকে জাল তোলার সময় সুমন হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে প্রবল স্রোতে জালের মধ্যে আটকে যায়। এসময় সুমনের সঙ্গে থাকা রাকিব চিৎকার করলে আশপাশের জেলেরা ছুটে এসে সুমনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


বিডি-প্রতিদিন/ ০৯ জুন, ২০১৬/ আফরোজ 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow