Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ২০:৫৩
আপডেট : ৯ জুন, ২০১৬ ২১:২০
দিল্লির রাস্তাই এখন ঠিকানা আলিসা খানের!
অনলাইন ডেস্ক
দিল্লির রাস্তাই এখন ঠিকানা আলিসা খানের!

দিল্লির পথে পথে ঘুরছেন বলিউডের মডেল-অভিনেত্রী আলিসা খান! কখনও বা কোনও মন্দিরের বারান্দায় আশ্রয় নিচ্ছেন।
কেন এমন অবস্থা হল আলিসার? অভাব-অনটনে নয় তো? আলিসার অভিযোগ তার মা আর ভাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কেন? নিজের প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর 'অপরাধে' এই শাস্তি।
আলিসার অভিযোগ, তার প্রাক্তন প্রেমিক তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন বেশ কিছু দিন ধরেই। এমনকি একটি ভিডিও ইউটিউবে আপলোডও করে দেওয়া হয়। তখন বাধ্য হয়েই মুম্বাই পুলিশের সাইবার দমন শাখায় অভিযোগ জানান আলিসা। এর পরই তাকে পরিবারের তোপের মুখে পড়তে হয়। ঘাড় ধরে বাড়ি থেকে বের পর্যন্ত করে দেন তার মা ও ভাই।

বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow