Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১০ জুন, ২০১৬ ১৩:৩৩
আপডেট :
গফরগাঁওয়ে ইউপি নির্বাচন
মৃত্যুর মিছিলে যোগ হলো আরেক প্রাণ
গফরগাঁও প্রতিনিধি
মৃত্যুর মিছিলে যোগ হলো আরেক প্রাণ

গত ৪ জুন শেষ ধাপের নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে আহত শাহজাহান (৫১) মারা গেছেন। ঘটনার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় সে মারা যায়।

শাহজাহান বাগুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে  পুলিশ-বিজিবি সদস্যরা ৬২ রাউন্ড গুলি ও লাঠি চার্জ করে। এতে ছাত্রলীগ নেতা নাজুমুল হাসানসহ ১৫ জন গুলিবদ্ধি ও আহত হন। পরে গুলিবদ্ধি নাজমুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওনদিন রাতেই প্রিজাইডিং অফিসার শামছুল হক বাদী হয়ে কেন্দ্র দখলের চেষ্টা ও সংঘর্ষের ঘটনায় মেম্বার প্রার্থী করিম মিয়া ও তার প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ থেকে ৩০০ জনকে আসামী করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

 
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow