Bangladesh Pratidin

প্রকাশ : ১১ জুন, ২০১৬ ১৫:২৪
আপডেট :
উখিয়ায় বজ্রপাতে নিহত ১
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
উখিয়ায় বজ্রপাতে নিহত ১

কক্সবাজারের উখিয়ায় বজ্রপাতে সিরাজউদ্দোলা (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সিরাজউদ্দোলা উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার মাষ্টার কামাল উদ্দিনের ছেলে।  

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সিরাজউদ্দোলা প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময় পার্শ্ববর্তী চিংড়ি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঘেরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার বাড়ীতে খবর দেয়। বাড়ীর লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে থাইংখালী ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেনে।  

বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-০১

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow