Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১১ জুন, ২০১৬ ২০:৫৯
ঠাকুরগাঁওয়ে সাঁড়াশি অভিযানে আটক ৪৫
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সাঁড়াশি অভিযানে আটক ৪৫

পুলিশের সাঁড়াশি অভিযানে ঠাকুরগাঁও জেলায় এ পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে পুলিশ।  

সদর থানার ওসি মশিউর রহমান জানান, জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩৯ জনকে আটক করা হয়। আর শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত আরও ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই ঠাকুরগাঁও সদর, রুহিয়া, পীরগঞ্জ, রানীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর থানার আশপাশ এলাকার বাসিন্দা। এদের মধ্যে প্রায় ২০ জন জামায়াত, শিবির ও বিএনপির নেতাকর্মী রয়েছে।
 
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, জামায়াত-শিবির ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার ও নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।  


বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-২২

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow