Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১১ জুন, ২০১৬ ২১:০৬
লামায় বজ্রপাতে নিহত ১, আহত ১
লামা (বান্দরবান) প্রতিনিধি:
লামায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বান্দরবানের লামা রুপসীপাড়া ইউনিয়নে বজ্রপাতে মোঃ ফারুক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় মাতামুহুরী নদীর পইজ্জাখোলা নৌকার ঘাট পারাপারের সময় এই ঘটনা ঘটে। এসময় নৌকার মাঝিও আহত হয়েছে। নিহত ফারুক লামা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নকসা ঝিরি এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে।  

জানা গেছে, আজ লামা বাজারের সাপ্তাহিক হাঁটবার হওয়ায় বাড়ির জন্য বাজার করে বাড়িতে ফিরছিলেন ফারুক। বউ নিয়ে শুশুর বাড়িতে থাকতেন তিনি। সন্ধ্যা ৭টার সময় রুপসীপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সংলগ্ন পইজ্জা খোলা ঘাটে নৌকা পারাপারের সময় বজ্রপাত হলে নৌকার মাঝি ও ফারুক ২ জনেই পানিতে লাফ দেয়। এসময় তাদের চিৎকার শুনে নদীর পাড়ের ১ জন দৌড়ে এসে মাঝিকে জীবিত উদ্ধার করলেও ফারুকের মৃতদেহ ভেসে যায়।


বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-২৩

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow