Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ১২ জুন, ২০১৬ ১০:০৬
আপডেট : ১২ জুন, ২০১৬ ১০:০৭
গাইবান্ধায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৩৮
অনলাইন ডেস্ক
গাইবান্ধায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৩৮

দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে গাইবান্ধায় আল আমিন (২৪) নামে ‘জেএমবির’র এক সদস্যসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার ৬ উপজেলার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ।

গ্রেফতার আল আমিন গোবিন্দগঞ্জ তালুকানুপুর ইউনিয়নের চকশেবপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এছাড়া নাশকতার মামলায় সুন্দরগঞ্জ থানায় একজন জামায়াতকর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ বলেন, ‘২৪ ঘণ্টা অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা থেকে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow