Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১২ জুন, ২০১৬ ১৫:৪৫
আপডেট :
টেকনাফে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ২৫ গ্রাম প্লাবিত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ২৫ গ্রাম প্লাবিত

কক্সবাজারের টেকনাফে টানা বৃষ্টিতে উপকূলীয় সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন এলাকায় অন্তত ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। টানা বর্ষণে ভেসে গেছে গ্রামীণ সড়ক, চিংড়ি প্রজেক্ট, মাছের ঘের।

গত কয়েকদিন ধরে টেকনাফে টানা বৃষ্টির সঙ্গে বজ্রপাত অব্যাহত রয়েছে। এদিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার পশ্চিম পাড়া, মাঝের পাড়া, ঘোলা পাড়াসহ কয়েক গ্রামের মানুষ নষ্ট যাওয়া বেড়িবাঁধের কারণে জোয়ার ভাটায় বসবাস করে আসছে। ফলে প্রবল বর্ষণের ফলে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

অপরদিকে, নাফ নদীর বেড়িবাঁধের কয়েকটি অংশ ভেঙ্গে দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। সাবরাং এলাকায় কচুবনিয়া, কাটাবনিয়া, হারিয়াখালী, হাদুরছড়া, বাহারছড়া, আছারবনিয়া, সদর ইউনিয়নের মৌলভী পাড়া, নাজির পাড়া, শীলবুনিয়া পাড়া, পৌরসভার জালিয়াপাড়া, সেন্টমার্টনের দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাং, জালিয়া পাড়াসহ অন্তত ২৫ গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিমা মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। গত চব্বিশ ঘণ্টায় টেকনাফে ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বর্ষণে পৌরসভার জালিয়াপাড়া, কলেজপাড়া, শীলবনিয়া পাড়াসহ টেকনাফের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।


বিডি-প্রতিদিন/১২ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow