Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৩ জুন, ২০১৬ ১৭:০৪
আপডেট :
বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী আটক
নাটোর প্রতিনিধি:
বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক আবুল হোসাইন (৪০) কে সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে তার কর্মস্থল থেকে ফেরার পথে মৌখাড়ায় তাকে আটক করা হয়। আটক আবুল হোসাইন উপজেলার মামুদপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ও মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক।  

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর দেড়টার দিকে কলেজ থেকে বাসায় ফেরার পথে মৌখাড়া বাজার থেকে তাকে আটক করা হয়েছে। দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসাবে তাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে জেলা জামায়াতের সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান বলেন, আটক আবুল হোসেনের নামে কোন মামলা নেই। তারপরও শুধুমাত্র হয়রানী করার উদ্দেশ্যেই বিনা কারণে তাকে আটক করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow