Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৩ জুন, ২০১৬ ১৭:১৩
আপডেট :
চাঁপাইনবাবগঞ্জে প্রধান শিক্ষককে শাস্তি দিলেন শিক্ষা অফিসার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে প্রধান শিক্ষককে শাস্তি দিলেন শিক্ষা অফিসার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক প্রধান শিক্ষককে ৩ মিনিট দাঁড় করিয়ে শাস্তি দিলেন শিক্ষা অফিসার। ঘটনাটি শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কামাল উদ্দিন মাসিক মিটিংয়ে ডাকেন। এ সময় পীরগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম অন্য সহকর্মীদের সাথে কথা বলছিলেন। এ কারণে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার কামাল উদ্দিন সবার সামনে শাস্তি হিসেবে উপজেলার সব চেয়ে প্রবীণ প্রধান শিক্ষককে ৩ মিনিট দাঁড় করিয়ে রাখেন।

এসময় প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম ঘটনাস্থলে কেঁদে ফেলেন। এতে উপস্থিত ৪৭টি স্কুলের প্রধান শিক্ষকগণের তীব্র প্রতিবাদে মিটিং এর পরিবেশ লণ্ডভণ্ড হয়ে পড়ে। পরে রুদ্ধদ্বার বৈঠকে শিক্ষা অফিসার ক্ষমা চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গোহালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কামাল উদ্দিন বিষয়টি অস্বীকার করেছেন।

বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow