Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুন, ২০১৬ ১২:৩১
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৫:৩৮
বাংলা ভাইয়ের 'সহযোগী' গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলা ভাইয়ের 'সহযোগী' গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য গরিব উল্লাহ আকন্দ ওরফে গরিবুল্লাহ মুন্সিকে (৬০) গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। মঙ্গলবার সকালে  উপজেলার দুল্লা ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা, ডাকাতি, জরুরি বিধিমালা, বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। এছাড়াও তিনি বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। আগামীকাল বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

এদিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ হালুয়াঘাট উপজেলায় সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইছাহাক (৩০) নামে অপর এক জেএমবি সদস্যকে আটক করেছে। ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  ইছহাকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এর আগেও তিনি ৩ বছর জেলে ছিলেন। পরে জামিনে বের হয়ে আসেন।

 

বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব/হিমেল-১৯

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow