Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৪ জুন, ২০১৬ ১৪:৩৫
আপডেট :
চাঁপাইনবাবগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৩ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।  

এসময় চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম। এর আগে নব নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।  

এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্নস্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী।  

শপথগ্রহণকারী চেয়ারম্যানরা হলেন, নাচোল সদর ইউনিয়নের মো. ইনায়েতুল্লাহ,  নেজামপুরের আমিনুল হক এবং ফতেপুরের ইসরাইল হক। শপথ গ্রহনের পর দেশের উন্নয়নে সকলকে নিয়ে একসাথে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম।  

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১টি এবং বাকী দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়।  


বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-১৫

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow