Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৪ জুন, ২০১৬ ১৬:১৭
দামুড়হুদায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বেলা ৩টার বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, ফুলবাড়ী সীমান্তের ৮৫ নং মেইন পিলারের ২৪-টি সাব পিলার বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার মোস্তফা সরকার এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই জগদীশ প্রসাদ। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।


বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-২২

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow