Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুন, ২০১৬ ১৮:০৪
আপডেট :
চুয়াডাঙ্গায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

চুয়াডাঙ্গার পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে পাচার করে আনা মদ, ফেনসিডিল, পটকা-বাজি, বরশি ও পলিথিন রয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, দামুড়হুদার জয়নগর, হুদাপাড়া, ঠাকুরপুর ও জীবননগরের উথলীতে গোপন সংবাদে অভিযান চালায় বিজিবি। অভিযানে ৬ লাখ ৯৫ হাজার ৬০০ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়। আটককৃত মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন / এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow