Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৭ জুন, ২০১৬ ১৭:০২
আপডেট :
জন্মের পরই মারা গেলো দুই মাথা বিশিষ্ট শিশু
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
জন্মের পরই মারা গেলো দুই মাথা বিশিষ্ট শিশু

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই মাথা, চার হাত, দুটি লিঙ্গ ও তিন পা বিশিষ্ট অদ্ভুত এক শিশু জন্ম নিয়েছে।

শুক্রবার সকালে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় একটি প্রাইভেট ক্লিনিকে জান্নাতি খাতুন (২৫) নামের এক মা শিশুটির জন্ম দেন। কিন্তু জন্মের পরই শিশুটি মারা যায়।

এদিকে, শিশুটির লাশ বাড়িতে নেয়া হলে উৎসুক মানুষ এক নজর অদ্ভুদ শিশুটিকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়।

শিশুটির বাবা রায়গঞ্জের হাট পাঙ্গাসী গ্রামের আজিজুল হক জানায়, সন্তান গর্ভে আসার পর থেকেই স্ত্রী জান্নাতি তার বাবার বাড়ি সলঙ্গা থানার ধুবিল তালতলা গ্রামে থাকতেন। বৃহস্পতিবার রাতে প্রসবজনিত বেদনা উঠলে শুক্রবার ভোরে মুমুর্ষ অবস্থায় সলঙ্গা থানার হাটিকুমরুল গোলত্ত্বর এলাকার বাংলাদেশ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় নার্সদের সহায়তায় দুই মাথা, চার হাত, দুটি লিঙ্গ ও তিন পা বিশিষ্ট শিশুটি জন্ম গ্রহণ করে।

হাসপাতালের পরিচালক আরিফুল ইসলাম তালুকদার ও বাহাজ উদ্দিন জানান, শিশু সন্তানটি জন্মগ্রহনের পরপরই মারা যায়। তবে শিশুটির মা জান্নাতি সুস্থ রয়েছে।  

বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow