Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৮ জুন, ২০১৬ ১৪:০৬
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৬:০৪
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি চালিত অটোরিক্সার সাথে টমটমের সংঘর্ষে আহাম্মদ আলী (৪৫) ও তাপস (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

নিহত আহাম্মদ আলীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার শরীফপুর গ্রামে এবং তাপসের বাড়ি ইটনা উপজেলার দাসপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার করিমগঞ্জের চামটা ঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিক্সাটি ভৈরব যাবার পথে কটিয়াদীর ভোগপাড়া নামক স্থানে একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আহাম্মদ আলী নিহত হন। হাসপাতালে নেবার পথে তাপসের মৃত্যু হয়। আহত চারজনের মধ্যে গুরুতর একনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরই টমটমটি দ্রুত গতিতে চলে যায়। অপরদিকে সিএনজি অটোরিক্সাটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
                                              


বিডি-প্রতিদিন/ ১৮ জুন, ২০১৬/মাহবুব/ আফরোজ

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow