Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৮ জুন, ২০১৬ ১৬:৫৩
বগুড়ায় এ বছরের সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় এ বছরের সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা

বগুড়া জেলায় এ বছরের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বগুড়ার বায়তুর রহমার সেন্ট্রাল মসজিদে জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতিরি সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সভাপতি বগুড়া সেন্ট্রাল মসজিদের খতিব মাও: মুফতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিসমিস, পনির, যব ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়। সে হিসেবে সর্বনিম্ন ফিতরা আটা হিসেবে ৬০ টাকা, খেজুর হিসেবে এক হাজার টাকা এবং কিমমিস হিসেবে এক হাজার দুইশ টাকা নির্ধারণ করা হয়।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়ার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, জেলা মার্কেটিং অফিসার তরিকুল ইসলাম, সহকারী তথ্য অফিসার আব্দুর রহিম, বগুড়া বড় মসজিদের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাও: আবদুল জলিল, বগুড়া জামিল মাদ্রাসার খতিব মুফতি সামছুজ্জোহা, মাও: মো: এমদাদুল হক প্রমুখ।    

বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow