Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২০ জুন, ২০১৬ ১৭:২৩
আপডেট :
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নতুন বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সুয়েব মিয়া (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  

আজ বিকেল ৩টায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মিরপুর বাজারে স্কুল ছাত্রসহ ৪ যাত্রী নিয়ে অটোরিকশাটি কামাইছড়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে নতুন বাজার নামক স্থানে পৌঁছলে বালুবোঝাই একটি ট্রাক্টরের সাথে-অটোরিকশা সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্কুল ছাত্র মারা যায়। আশংকা জনক অবস্থায় তিনজনকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

আহতরা হলেন উপজেলার পূর্ব জয়পুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীর মিয়া (৩০), চারগাও গ্রামের আব্দুর রউফ (৫০), দ্বারাগাও গ্রামের মিজান মিয়া (২৫)। এ ঘটনায় ট্রাক্টর চালক পালিয়ে গেছে। বেলা ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত জনতা মিরপুর-শ্রীমঙ্গল সড়ক অবরোধ করে রেখেছে। শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  


বিডি প্রতিদিন/২০ জুন ২০১৬/হিমেল-০৯

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow