Bangladesh Pratidin

প্রকাশ : ২১ জুন, ২০১৬ ১৮:০৬
আপডেট :
মাছ বাড়াতে সাইকেল বিতরণ
সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট):
মাছ বাড়াতে সাইকেল বিতরণ

মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথে ৮ ইউনিয়নে কর্মরত মৎস্য অফিসের স্থানীয় প্রতিনিধিদের বাই সাইকেল ও আনুষঙ্গিক সরঞ্জাম দিয়েছে মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য অফিসের সামনে মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রতিনিধিদের সাইকেল বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির।

তিনি বলেন, এসব সাইকেল মৎস্য অফিসের প্রতিনিধিদের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণে সহায়তা করবে। দ্বারে দ্বারে গিয়ে মাছ চাষিদের সমস্যা শুনতে পারবে তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, পিআইও সফিক উদ্দিন আহমদ প্রমুখ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow