Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২২ জুন, ২০১৬ ১৫:১৯
আপডেট :
নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

নোয়াখালীর সদর উপজেলার গোরাপুর গ্রামে ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোস্তফা মিয়াকে আটক করেছে পুলিশ। আজ সকালে গাজীপুর থেকে সুধারাম থানা পুলিশ তাকে আটক করে। ঘটনার পর থেকেই গাজীপুরে পালিত মেয়ের বাড়িতে আত্মগোপন করেন মোস্তাফা।  

ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তাফা মিয়াকে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ পিপিএম জানান, গত সোমবার জেলা সদরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে একই বাড়ির মোস্তাফা মিয়া বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির আত্মচিৎকারে লোকজন ছুঁটে আসলে মোস্তফা পালিয়ে যান। আশংকাজনক অবস্থায় শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি পর তার শরীরে অস্ত্রপ্রচার করা হয়। তাৎক্ষণিক শিশুটির জন্য রক্ত দেন পুলিশ সদস্যরা।  


বিডি প্রতিদিন/২২ জুন ২০১৬/হিমেল-১৭

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow