Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জুন, ২০১৬ ১৫:৩৯
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৫:৪০
যশোরে ভ্যানচালককে গলা কেটে হত্যা চেষ্টা
অনলাইন ডেস্ক
যশোরে ভ্যানচালককে গলা কেটে হত্যা চেষ্টা

যশোরের ঝিকরগাছায় ভ্যানচালককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তিন যুবক। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাপুর বাঁওড়ের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ঝিকরগাছা পৌরশহরের বেলেবটতলা এলাকার আল আমিন ভ্যান নিয়ে রাজাপুর যাচ্ছিল। এ সময় একই উপজেলার শরণপুর এলাকার জাহিদুল, ইজাজুলসহ তিনজন তাকে ধরে রাজাপুর বাঁওড়ের পাশে নিয়ে হত্যা চেষ্টা করে। এসময় চিৎকারে এলাকার লোকজন এসে রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি জাহিদুলকে আটক করে পুলিশে দেয় তারা।
 
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা খবির আহমেদ বলেন, ‘ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জাহিদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।


বিডি প্রতিদিন/২২ জুন ২০১৬/হিমেল-১৮

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow