Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জুন, ২০১৬ ১৮:২৭
আপডেট :
সিলেটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামে পুলিশের উপস্থিতিতে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মাহতাব উদ্দিন (৪৫) ওই গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সকালে তাকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।

জানা যায়, আলীনগর গ্রামের মাহতাব উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের রুবেল ও সুমন গংদের বিরোধ চলে আসছিল। সম্প্রতি সে বিরোধ তুঙ্গে ওঠে। বুধবার সকালে মাহতাব উদ্দিনের জমি দখল করতে যায় রুবেল-সুমন গংরা। এসময় মাহতাব বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে।

সংঘর্ষের সময় ঘটনাস্থলে বিয়ানীবাজার থানার এএসআই শাহ আলমসহ কয়েকজন কনস্টেবল উপস্থিত ছিলেন। তবে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম বদরুজ্জামান জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় অভিযোগ ছিল। বিষয়টি তদন্ত করতে গিয়েছিলেন এএসআই শাহ আলম।
এদিকে ঘটনার পরে স্থানীয় জনতা রুবেল-সুমন গংদের বাড়ি এবং এএসআই শাহ আলমসহ অন্যান্য পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখে। পরে ঘটনাস্থলে গিয়ে বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদের অনুরোধে পরিস্থিতি শান্ত হয়।

ওসি জুবের আহমদ জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow