Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জুন, ২০১৬ ২২:৪৪
আপডেট : ২২ জুন, ২০১৬ ২২:৪৭
ময়মনসিংহে বন্ধুর গুলিতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক
ময়মনসিংহে বন্ধুর গুলিতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহে বন্ধুর পিস্তলের গুলিতে নিহত হয়েছে তৌহিদুল ইসলাম তরু (১৭) নামে এক বন্ধু।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকায় ডা. নাসির উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত যুবক একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে চলতি বছর দাখিল পাস করেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডা. নাসির উদ্দিনের আকুয়া চৌরাঙ্গীর মোড়ের বাসা থেকে কয়েকজন যুবক আহত তরুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ওই যুবকের বুকে গুলি লেগেছে বলে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

খবরের পর থেকে ডা. নাসির উদ্দিনের ছেলে শাফায়েত উল্লাহ বিন নাসির পলাতক রয়েছে।

বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow