Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জুন, ২০১৬ ১২:১০
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৪:৩৮
যশোরে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৪

যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর এলাকায় ট্রেনের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষে এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন আরও দু'জন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি ট্রেনের এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) এটিএসআই আজগর আলী।

নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার চাচড়াইল গ্রামের রেজাউল কবীর রাজু (৩৮), সদর উপজেলার তীরেরহাট গ্রামের নিত্যপদ বিশ্বাসের ছেলে চয়ন (১০), জয়া রানী সরকার (৫২) ও প্রাইভেটকারের চালক কেশবপুর উপজেলার বাইশা গ্রামের মো. হাকিম (৩২)।

এছাড়া আহত দু'জন হলেন দীপিকা রানী ও বাধন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দীপিকা রানী জানান, তিনি তার বাবার বাড়ি কেশবপুর থেকে একটি প্রাইভেটকারে যশোর সদর উপজেলার তীরেরহাটে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে সাতমাইল মথুরাপুরে একটি ট্রেনের সাথে তাদের প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) এটিএসআই আজগর আলী জানান, ঢাকাগামী চিত্রা নামের ট্রেনটি যশোর স্টেশন থেকে বেলা ১১টায় ছেড়ে যায়। এর ২০ মিনিটর পরই মথুরাপুরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভগের চিকিৎসক কল্লোল কুমার সাহা ৩৩ জনকে মৃত ঘোষণা করেন।
 
আহত দীপিকা রানীর ভাসুর চিত্তরঞ্জন দাস জানান, দুর্ঘটনায় দীপিকা রানীর ছেলে চয়ন (১০) ও মা জয়া রানী সরকার (৫২) নিহত হয়েছেন। এছাড়া নিহত অপর দুজনের মধ্যে রেজাউল কবীর রাজু দীপিকাদের প্রতিবেশি ও সমতা ওয়ার্ল্ড ফাউন্ডেশন নামের একটি এনজিওর পরিচালক। এবং মোহাম্মদ হাকিম (৩২) প্রাইভেটকারের চালক ছিলেন। তার বাড়ি কেশবপুরের বাইশা গ্রামে।

বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow