Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৩ জুন, ২০১৬ ১৬:৫২
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৬:৫২
চুয়াডাঙ্গা থেকে ভারতীয় মালামাল আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা থেকে ভারতীয় মালামাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৫ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত এসব অভিযান চলে। আটক করা মালামালের মধ্যে ভারতীয় ফেনসিডিল, ইমিটেশন অলঙ্কার, সেন্ডেল ও মাসকলাই রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, দামুড়হুদার বারাদি মাঠ ও কুতুবপুর ঈদগা মাঠে তিনটি অভিযান চালানো হয়। অভিযানে আটক করা মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow