Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জুন, ২০১৬ ২১:২২
আপডেট : ২৩ জুন, ২০১৬ ২১:২৪
ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২ শিশু নিহত
অনলাইন ডেস্ক
ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২ শিশু নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালিকাপ্রসাদ রেলস্টেশন এলাকার মোবারক হোসেনের ছেলে মুজাহিদ (০৩) ও দেলোয়ার হোসনের মেয়ে জেদমী (০৫)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

ভৈরব রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। এসময় কালিকাপ্রসাদ রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়।

বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow