Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জুন, ২০১৬ ২০:৫৭
আপডেট :
উখিয়ায় এনজিও অফিস থেকে মোটর সাইকেল চুরি
উখিয়া প্রতিনিধি:
উখিয়ায় এনজিও অফিস থেকে মোটর সাইকেল চুরি

পার্শ্ববর্তী লামা উপজেলায় একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনার পর এবার উখিয়ায় উপজেলায় কর্মরত শেড এনজিও সংস্থার ব্যবহৃত একটি মোটর সাইকেল (কক্সবাজার-এইচ.এস-১১-৩৭৩২) চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।  

উপজেলা মালভিটাস্থ প্রজেক্ট অফিস থেকে বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে এনজিও সংস্থার অফিস সূত্রে জানা গেছে। এ ঘটনায় এনজিও সংস্থা শেডের ইএফএস প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী আলমগীর রেজা বাদী হয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।  

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুুলিশ।  

 

বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৬/হিমেল-২১

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow