২৫ জুন, ২০১৬ ১৮:৪৪

মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভায়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করছেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শাহবাজপুর বাজারের স্কুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  রাত দুইটার দিকে উপজেলার শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের মার্কেটের টিনশেডের আধা পাকা বিপণিকেন্দ্রে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। চিৎকার শুনে প্রথমে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে রাত তিনটার দিকে বড়লেখা ফায়ার সার্ভিসের দুটি ও  সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। 

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২১টি দোকান পুরোপুরি পুড়ে গেছে।

 

বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৬/হিমেল-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর