২৬ জুন, ২০১৬ ১১:৩৭

মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর চরপাড়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় রিয়াবুল ইসলাম (২৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আওয়ামী লীগ কর্মী শফি মোল্লার সঙ্গে আরেক আওয়ামী লীগ কর্মী চাঁদ আলীর বিরোধ চলছিল। শনিবার রাতে শফি মোল্লার সমর্থক বাদশা মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল ছোড়ে। 

এর জের ধরে আজ ভোর সাড়ে চারটার দিকে শফি মোল্লার সমর্থকরা চাঁদ আলীর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারিতে রিয়াবুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে তিন-চারটি বাড়ি ভাঙচুর করা হয়। নিহতের লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৬/হিমেল-০৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর