২৭ জুন, ২০১৬ ১৭:৪২

মোরেলগঞ্জে বসত বাড়ির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:

মোরেলগঞ্জে বসত বাড়ির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান একটি বসতবাড়ির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ৩ নারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে পাঠামারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আলামীন শেখ(৩৬), তার স্ত্রী নাজমা বেগম(২৭), বোন ফরিদা বেগম(৪৫), হালিম মাতুব্বর(৪২), হালিমের স্ত্রী জয়তুন বেগম(৩৫), ছেলে জাহিদুল(২৬) কে প্রথমে মোরেলগঞ্জ ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুফতি কামাল হোসেন জানান, আহতদের মধ্যে আলামীন শেখ ও নাজমা বেগমের অবস্থা আশংকাজনক। আলামীন শেখ উপজেলা মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, পাঠামারা গ্রামের আব্দুস সত্তার শেখের ছেলে আলামীনের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে পার্শ্ববর্তী বদনী ভাঙ্গা গ্রামের আলী আকাবর মাতুব্বরের সাথে। আজ সকালে আলী আকাবর বাড়িটি দখল করার উদ্দেশে ২০/২৫জনের একটি বাহিনী নিতে হামলা ভাংচুর চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নারী সহ ১০/১২জন আহত হয়।
হামলাকারীরা আলামীন শেখের বসঘর গুডিয়ে দিয়েছে এবং একটি নার্সারীর ৩হাজার গাছের চারা কেটে ফেলেছে। এতে আলামীন শেখের কমপক্ষে ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানা গেছে।

এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, মারপিটের কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর