২৭ জুন, ২০১৬ ২২:৫৬

জামালপুরে ৬ নারী পকেটমারের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

জামালপুরে ৬ নারী পকেটমারের কারাদণ্ড

জামালপুরে আন্ত‍ঃজেলা নারী পকেটমার দলের ছয় সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ ‍আদালত।
 
সোমবার বিকেল নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডের নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের অজুফা বেগম (৩০), সাফিয়া বেগম (৪০), রুনা বেগম (২৮), রাবেয়া বেগম (৩০), আবেদা খাতুন (২০) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের জাহানারা বেগম (৪৫)।                   

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌরচন্দ্র মজুমদার জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি ট্রেন যাত্রীদের কাছ থেকে কৌশলে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এক মাস করে কারাদণ্ড দেন।

বিডি-প্রতিদিন/ ২৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর