Bangladesh Pratidin

প্রকাশ : ২৮ জুন, ২০১৬ ১৪:৪৪
আপডেট :
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৬ জন।  

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মুনসুর আলীর মেয়ে সেরিনা বেগম (৪০)। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।  

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত)) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাবার সময় সকাল ৮টায় পাইলিং মোড়ে একটি খালি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-০৩২৩) একটি মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী সেরিনা বেগম মারা যান।  

এ সময় মিশুকে থাকা চালকসহ আরো ৬ যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গুরুতর আহত ৩ জনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।  


বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৬/হিমেল-১৯

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow