শিরোনাম
২৮ জুন, ২০১৬ ১৭:১৩

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে ১৫ জেলেকে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে ১৫ জেলেকে অপহরণ

সুন্দরবনের শিবসা নদী থেকে মঙ্গলবার সকালে মুক্তিপণের দাবীতে ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. ফরিদ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মংলা কোস্টগার্ড জানায়, মঙ্গলবার ভোরে সুন্দরবনের শিবসা নদীতে মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সদস্যরা জেলেদের উপর হামলা চালিয়ে মুক্তিপণের জন্য ১৫ জেলেকে অপরহণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ী খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমরিয়া উপজেলায়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. ফরিদ উজ জামান বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে দুপুর থেকেই যৌথভাবে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও সুন্দরবন বিভাগ।

 

বিডি প্রতিদিনি/২৮ জুন ২০১৬/হিমেল-২৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর