২৮ জুন, ২০১৬ ১৮:২৮

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩

আব্দুস সালাম, টেকনাফ:

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৮ জুন মঙ্গলবার সকালে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির হাবিলদার আব্দুল গফুরের নেতৃত্বে বিওপি চৌকির চেকপোষ্ট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬১৬ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হচ্ছেন চট্রগ্রামের বাশঁখালী ছনুয়া গোদুরখালী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে নবী হোসেন (৫০) ও টেকনাফ সদরের লেঙ্গুরবিল এলাকার সাব্বিরের ছেলে ইসমাইল (২৮)। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৮৪ হাজার ৮শ টাকা। উদ্ধার ইয়াবাসহ আটককৃত ব্যক্তিদেরকে থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী বিজিবি কর্মকর্তা।

এছাড়া গত সোমবার রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজির পাড়া বিওপির নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল কেকে পাড়া এলাকার মেইন রাস্তায় অভিযান চালিয়ে নাজির পাড়া এলাকার মৃত হাজী কালা মিয়ার ছেলে নুরুল আলম (৪০)কে  ৯৬০ পিস ইয়াবাসহ আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার ইয়াবাসহ আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর