২৮ জুন, ২০১৬ ২২:১১

বৈধ কাগজ থাকলে ইফতার প্যাকেট, না থাকলে মামলা

অনলাইন ডেস্ক

বৈধ কাগজ থাকলে ইফতার প্যাকেট, না থাকলে মামলা

লাইসেন্সবিহীন মটরসাইকেল আটকাতে অভিনব পদ্ধতি অবলম্বন করছে র‌্যাব। মটরসাইকেলের বৈধ কাগজপত্র থাকলে ইফতার প্যাকেট আর না থাকলেই দেওয়া হচ্ছে মামলা। মঙ্গলবার ইফতারের আগ মুহূর্তে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এমন পদ্ধতি অবলম্বন করে র‌্যাব-৫। র‌্যাবের এমন অভিনব অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, অবৈধ মটরসাইকেলের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় যেসব মোটরসাইকেল মালিকের বৈধ কাগজ রয়েছে তাদের এক প্যাকেট করে ইফতার দেওয়া হয়। অন্যদিকে যাদের বৈধ কাগজ নেই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ডিএডি মোজাহার আলী।

র‌্যাব-৫ এর কমান্ডার মিজানুর রহমান বলেন, অবৈধ মটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর