Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৯ জুন, ২০১৬ ১২:১৯
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৬:০৭
খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বেলছড়িতে লেকে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন এক দম্পতি। নিহতরা  হলেন, এনামুল হক (৪৩) ও তার স্ত্রী পারভীন আকতার (৩৫)।    

জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে মরা টাইফ এলাকায় লিজ নেওয়া লেকে মাছ ধরতে গিয়ে আর ফিরেনি ঐ দম্পতি। এরপর আজ এলাকাবাসী ও আত্মীয়স্বজন খুঁজতে গিয়ে সকালে দুই জনের লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করে।

নিহত এনামুলের ছোট ভাই শামীম জানান, তার ভাই-ভাবি মঙ্গলবার বিকেলে নিজেদের লেক দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তারা বাড়ি ফেরেননি। তাদের খোঁজে সকালে লেকের পাড়ে এসে ভাই-ভাবির ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৬/মাহবুব/হিমেল-১৫

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow