২৯ জুন, ২০১৬ ২২:৩৯
ময়মনসিংহ উপ-নির্বাচন

নাজনীনের প্রার্থীতা প্রত্যাহার, টিকে গেলেন সেলিমা

ময়মনসিংহ প্রতিনিধি :

নাজনীনের প্রার্থীতা প্রত্যাহার, টিকে গেলেন সেলিমা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। তবে খারিজ করে দেয়া হয়েছে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী সোহরাব উদ্দিন খানের আপিল।

বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামানকে এ বিষয়টি জানান। পরে রাতে হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢালী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, বুধবার বিকেলে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজনীন আলম। ফলে এ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিনের সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক, ন্যাপের আব্দুল মতিন ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান।

বিডি-প্রতিদিন/ ২৯ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর