Bangladesh Pratidin

প্রকাশ : ৩০ জুন, ২০১৬ ০৮:১৫
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১১:০৯
ময়মনসিংহে বিপুল পরিমাণ সিমসহ আটক ৩
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে বিপুল পরিমাণ সিমসহ আটক ৩

ময়মনসিংহের সানকিপাড়া এলাকার নয়নমণি মার্কেটের পেছনের একটি বাসা থেকে বিপুল পরিমাণ সিম ও অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তাদের আটক করা হয় বলে জানান কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

আটককৃতরা হলেন জামালপুর জেলার হুমায়ুন কবীর (২৫) ও রুহুল আমীন (২০) এবং টাঙ্গাইলের জহিরুল ইসলাম।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের দুই সহস্রাধিক সিম, তিনটি মোবাইল, সিম নিবন্ধনের একটি নোটপ্যাড, বেশ কয়েকটি সিপিইউ ও মনিটর উদ্ধার করা হয়।

ওসি কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সানকিপাড়ার একটি ছয়তলা বাসার পাঁচতলা থেকে এসব অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়। এ চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এ ব্যবসাটি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি এবং জিজ্ঞাসাবাদ চলছে।

বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow