৩০ জুন, ২০১৬ ১৫:০২

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ২ ভারতীয় নাগরিক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ২ ভারতীয় নাগরিক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি'র অব্যাহত অভিযানের মুখে বাংলাদেশিদের হাতে অপহৃত দুই ভারতীয় নাগরিককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপহরণকারীরা। এরপর তাদের ভারতে ফেরৎ পাঠানো হয়েছে। উদ্ধারপ্রাপ্তরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রধুনাথগঞ্জ থানার জঙ্গিপুর জয়রামপুর গ্রামের আহসান শেখের ছেলে শাহাজালাল শেখ (২৪) ও রাকিব শেখের ছেলে মৈদুল শেখ (২৬)। ৯ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবুল এহসান জানান, উদ্ধারকৃত দুই ভারতীয় নাগরিককে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্পের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ২৪ জুন দুই ভারতীয়কে সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার বাংলাদেশি চোরাকারবারী মো. রিপন  হোসেনসহ অন্যান্য সহযোগীরা ভারত থেকে অপহরণ করে আনে। বিষয়টি ২৮ জুন মঙ্গলবার ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্প পত্রের মাধ্যমে বিজিবি'র বাখের আলী বিওপিকে জানায়। এরপর থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য বাখের আলী বিওপি'র টহল দল উদ্ধার অভিযান চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বিজিবির অভিযানে চাপের মুখে পড়ে ২৯ জুন বুধবার ভারতীয় নাগরিকদের ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর