৩০ জুন, ২০১৬ ১৮:২৬

বিদ্যুতের দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ

মো: জহুরুল আলম, খাগড়াছড়ি:

বিদ্যুতের দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ট্রান্সফরমার স্থাপন ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে তিন ঘন্টা সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এসময় দুইদিকে বহু যানবাহন আটকা পড়ে। যাত্রী সাধারণ চরম দূর্ভোগে পোহায়।
 
পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, স্থানীয় জনগণ বিদ্যুৎ সরবরাহের দাবিতে সকাল ৮টা থেকে কলাবাগান এলাকায় সড়ক অবরোধ করলে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারন জনসাধারন দূর্ভোগে পড়ে।  

পানছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মো: আলাউদ্দিন সোহাগের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৩ ঘন্টা পর এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
উল্লেখ্য পানছড়ি উপজেলায় কলাবাগান এলাকার গত ৪ দিন ধরে বিকল ট্রান্সফরমারটি সংস্কার না করায়  চার গ্রামের কয়েক হাজার পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।  

বিডি-প্রতিদিন/ ৩০ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর