শিরোনাম
৩০ জুন, ২০১৬ ২০:১৯

১৩ মাস আটক থাকার পর ভারত থেকে দেশে ফিরেছে ২ শিশু

দিনাজপুর প্রতিনিধি:

১৩ মাস আটক থাকার পর ভারত থেকে দেশে ফিরেছে ২ শিশু

ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ শিশু শোধনাগারে (অবজারভেশন হোম) ১৩ মাস আটক থাকার পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে সুমিতা ও গবেন সিং নামের দুই শিশু। 

বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির উদ্বোগে ও তাদের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের মাঝে আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। 

২০১৫ সালে ৫ মে সুমিতা (১১) বাড়ি থেকে নিখোঁজ হয়, পরে খুলনার সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালের প্রলোভনে পড়ে ভারতে চলে যায়। ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে শিশু শোধনাগারে পাঠায়। সে গোপালগঞ্জ জেলার শফিকুল ইসলামের মেয়ে।

অপরদিকে, শিশু গবেন সিং (১৪) মা-বাবার উপর রাগ করে ঠাকুরগাঁ সীমান্ত দিয়ে ভারতে গেলে পুলিশ তাকে আটক করে শিশু শোধনাগারে পাঠায়। ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার বাহাদুর সিংয়ের ছেলে।

 

বিডি-প্রতিদিন/ ৩০ জুন, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর