Bangladesh Pratidin

প্রকাশ : ৩০ জুন, ২০১৬ ২১:৪৬
আপডেট : ৩০ জুন, ২০১৬ ২১:৪৯
নোয়াখালীতে আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজারে ইফতার মাহফিলে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রমজান উপলক্ষে রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রাজগঞ্জ বাজারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সমর্থক মো: আলী গ্রুপ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ আহমেদ জাবেদের সমর্থক সৌকত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত বাবুল, সবুজ, মতিনকে নোয়াখালী জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। এ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বিডি-প্রতিদিন/ ৩০ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow