৩০ জুন, ২০১৬ ২২:৫২

শিশু সুরমাকে ফেরত দিলো বিএসএফ

অনলাইন ডেস্ক

শিশু সুরমাকে ফেরত দিলো বিএসএফ

বাংলাদেশি নাগরিক শিশু সুরমা আক্তারকে (১২) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

সুরমা রংপুর জেলার বুড়িরহাট গ্রামের সহিদুল ইসলামের মেয়ে।

বিজিবি জানায়, সুরমা কিছু দিন আগে নোয়াখালীতে কর্মরত তার বাবার সঙ্গে দেখা করে বাড়ি যাওয়ার সময় হয়ত সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন।

বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর সীমান্ত নামক স্থানে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শহীদুল আলম, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার ও চৌদ্দগ্রাম থানা পুলিশের উপস্থিতিতে বিজিবির সঙ্গে ভারতীয় ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের জি কে পাড়া কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সুরমাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বিডি-প্রতিদিন/ ৩০ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর