১ জুলাই, ২০১৬ ১৭:০৯

স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে বাস চালকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে বাস চালকের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় ঈদ মার্কেটে কেনাকাটার সময় স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে আল-আমিন (৩০) নামে এক বাস চালকের ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম সরোয়ার জাহান এ দণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামী আল আমিন ধুনট উপজেলার গোসাইবাড়ি মাষ্টারপাড়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে এবং মেঘনা কোম্পানীর বাস চালক।

ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার শহড়াবাড়ি গ্রামের আলতাব আলীর মেয়ে গোসাইবাড়ি দি সান এ্যান্ড সি কিন্ডার গার্টেন স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্রী।

শুক্রবার সকালের দিকে স্কুলছাত্রী তার মায়ের সাথে গোসাইবাড়ি বাজারে ঈদের কেনাকাটা করতে আসেন। এ সময় বাস চালক আল আমিন স্কুলছাত্রীকে উত্যক্ত করতে থাকে। তখন আল-আমিনকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয়রা।

পরে আল-আমিনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ঘটনার দায় স্বীকার করায় ৫০৯ ধারায় ৯ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্টেট। দণ্ডপ্রাপ্ত আসামীকে ধুনট থানা থেকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/ ০১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর