Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ১ জুলাই, ২০১৬ ১৭:৩২
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১৭:৩৩
বরিশালে বাস যাত্রীকে অচেতন, অজ্ঞান পার্টির সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালে বাস যাত্রীকে অচেতন, অজ্ঞান পার্টির সদস্য আটক

বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া এক সরকারী চাকুরিজীবীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধারের সময় অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ওই বাসের যাত্রী বাবুগঞ্জ উপজেলার পূর্ব পাংশা এলাকার ৬নং ওয়ার্ডের কামাল হাওলাদারকে আটক করে পুলিশ। কামাল ওই এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে।

কোতয়ালী মডেল থানার এসআই নাঈম জানান, পটুয়াখালী পশু হাসপাতালের কর্মচারী পারভেজ মিয়া বৃহস্পতিবার রাতে তার কর্মস্থল থেকে একটি বাসে তার নিজ বাড়ি ঝালকাঠী সদর উপজেলার নবগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। সিফাত পরিবহন নামে ওই বাসে (বরিশাল-ব-০০৬০) অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে পারভেজ। বাসটি নগরীর রূপাতলী বাস টার্মিনালে পৌঁছালে অচেতন পারভেজকে উদ্ধার এবং যাত্রীদের মধ্য থেকে সন্দেহভাজন কামাল হোসেনকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্জাসাবাদে আটক কামাল নিজেকে অজ্ঞান পার্টির সদস্য এবং পারভেজকে অজ্ঞান করার দায় স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই নাঈম।

বিডি-প্রতিদিন/ ০১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow