Bangladesh Pratidin

প্রকাশ : ১ জুলাই, ২০১৬ ১৮:০৭
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১৮:১৪
নীলফামারীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ শহিদুল ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ শহিদুল ইসলাম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এ নীলফামারী সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া বড়গাছা স্কুল এ্যান্ড কলেজ।  

শুক্রবার বিকালে নীলফামারী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান প্রধান অতিথি থেকে অধ্যক্ষ শহিদুল ইসলামের হাতে সদন পত্র ও ক্রেস্ট তুলে দেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও ইউএনও মোঃ সাবেত আলী। এ সময় উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন।  

অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠান পরিচালনা, নেতৃত্ব প্রদানসহ ১২টি শর্তাবলির উপর ভিত্তি করে উপজেলা পর্যায়ে আমি শ্রেষ্ঠ হিসেবে মনোনিত হয়েছি।  


বিডি প্রতিদিন/০১ জুলাই ২০১৬/হিমেল-১৪

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow