১ জুলাই, ২০১৬ ১৮:২৭

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর বাজারে শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এছাড়া ১০টি দোকান ও বাড়ি ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান ও চায়না রাইফেলের ফাঁকা গুলি ছুড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে আদমপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মন্নাফ ও সাবেক চেয়ারম্যান ফজলুল করিম বাদলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ বিভিন্ন অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। 

প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত শফিক (৩৫), কুতুবউদ্দিন (৩০) ও তাহের মিয়াকে (৪৫) পার্শ্ববর্তী হবিগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে আদমপুর বাজারের ১০ টি দোকান ও বাড়ি ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ১২ রাউন্ড ও চায়না রাইফেলের এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ সুপার আনোয়ার হোসেন খান সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


বিডি প্রতিদিন/০১ জুলাই ২০১৬/হিমেল-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর